প্রফেসর স্টুয়ার্ট সুমিডা

Sumida.jpg

প্রফেসর স্টুয়ার্ট সুমিডা

প্রফেসর স্টুয়ার্ট সুমিডা, তিনি বর্তমানে সান বার্নারডিনোর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিএ প্রফেসর। তিনি ভার্টিব্রাটা মরফোলজি, জীবাশ্মবিজ্ঞান বিষয়ে বই লিখেছেন। তিনি ১৯৮০ সালে ওয়াল্ট ডিজনিতে অ্যানিমেল অ্যানাটমির কনসালটেন্ট হিসেবে কাজ করেন। ওয়াল্ট ডিজনি ছাড়াও তিনি পিক্সার, ড্রিমওয়ার্ক্সের মতো প্রোডাকশন কম্পানির সাথে কাজ করেছেন। তিনি পৃথিবীখ্যাত বিভিন্ন মুভির ফিল্ম অ্যানিমেটরদের অ্যানাটমি কনসালসেন্ট হয়ে প্রায় ৬০টি মতো ফিচার ফিল্মের সাথে যুক্ত ছিলেন। সেগুলোরে মধ্যে রয়েছে ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’, ‘দ্যা লায়ন কিং’,’লিলো এন্ড স্টেচ’, ‘দ্যা ক্রোনিক্যালস অফ নার্নিয়া’, ‘হাউ টু ট্রেইন দ্যা ড্রাগন’, ‘বোল্ট’ , ‘কুং ফু পান্ডা’, ‘র‍্যাটাটুলি’ জগৎ মাতানো সব সিনেমা। এছাড়াও তিনি অ্যানাটমিক্যাল অ্যান্ড প্যালিওন্টোলজিক্যাল এক্সপার্ট হিসেবে ‘লাইফ অফ পাই’, ‘জুটোপিয়া’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম’, ‘অ্যাবোমিনেবল’ সহ প্রভৃতি মুভিতে কাজ করেছেন।তিনি ভিডিও গেম ‘হরিজন জিরো ড্যাওয়েন’ এর অ্যানিমেটর কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles