চায়নার

.

নিবন্ধ

ইতিহাস | History

চায়নার

চিন উঁচু প্রজনন হার আর জনসংখ্যা বৃদ্ধির দ্রুত গতিতে ভীত হয়ে ১৯৭৯-৮০ সালে বাধ্যতামূলক "এক সন্তান" নীতি চালু করে। একটির বেশি সন্তান যাদের, সরকার তাদের বড় ধরনের জেল-জরিমানা করেছে, জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ করেছে, ​গর্ভপাতও ঘটাতে বাধ্য করেছে। অন্যদিকে সরকারি নীতি মেনে চলা দম্পতিরা অতিরিক্ত সরকারি সুবিধা ভোগ করেছেন।        

জনসংখ্যা নিয়ে দেখুন থিংকের ভিডিও পৃথিবীর জনসংখ্যায় কি ধ্বস নামছে অচিরেই?

চায়না সরকারের দাবী, এই নীতির ফলে অতিরিক্ত ৪০ কোটি মানুষের "বোঝা" থেকে রাষ্ট্র রেহাই পেয়েছে। কিন্তু এভাবে কি মানুষের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা ঠিক? আর তাছাড়া এর ফলে বিশাল এক সমস্যার সৃষ্টি হয়েছে তাদের জনসংখ্যায়? 

​তিন দশকের বেশি সময় ধরে চালু থাকা এই নীতির কড়াকড়ি থেকে উদ্ভূত অনেক কুফলের অন্যতম হল চায়নাতে মোট জনগোষ্ঠীতে পুরুষ আর নারীর সংখ্যার স্বাভাবিক অনুপাত (১০৫:১০০) ভারসাম্য হারিয়ে ফেলেছ।

এক সন্তান নীতির কড়াকড়ি আরোপের ফলে চিনের  পিতামাতার মধ্যে একমাত্র সন্তানের ক্ষেত্রে "পুত্র" বেছে নেবার প্রবণতা মারাত্মক আকারে বেড়ে যায়। গর্ভস্থ সন্তান "মেয়ে" হলে ভ্রূণ নষ্ট করে ফেলা বা গর্ভপাত করানোর ঘটনা হরহামেশা ঘটেছে। যেমন - ২০০৫ সালে চায়নাতে প্রতি ১০০ টি কন্যা সন্তান এর জন্মের সময়ে ১১৮টি পুত্র সন্তানের জন্ম হয়েছে। ২০১৬ সালের এক জরিপে দেখা যায়,  সে বছর নারীর তুলনায় পুরুষ বেশি ছিল প্রায় ৩৩৬ কোটি (৩৩.৫৯ মিলিয়ন)।  দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, কিন্তু সেই অনুযায়ী কর্মক্ষম তরুণ-তরুণীর সংখ্যা বাড়ছে না। একুশ শতাব্দীতে এসে তা রাস্ট্রের জন্য বিরাট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে ২০১৬ সালে চায়না সরকারী নীতি বদল করে ঘোষণা করে যে "দম্পতি প্রতি দুই সন্তান পর্যন্ত গ্রহণযোগ্য"। 

তাতে বছর দুয়েক মানুষ বাড়লেও নিম্নগামী প্রজনন হার এবং জনসংখ্যা বৃদ্ধির নিচু হারের উল্লেখযোগ্য কোন পরিবর্তন ঘটেনি। 

সম্প্রতি ২০২১ সালে চাইনিজ সরকার "দম্পতি প্রতি তিন সন্তান পর্যন্ত গ্রহনযোগ্য" নীতি চালু করেছে। এই নীতি ও শেষ পর্যন্ত কাংখিত ফল বয়ে নিয়ে আসবে কিনা সে ব্যাপারে অনেকে সন্দিহান। বাড়তি দায়িত্ব ছাড়াও সন্তানপালনের ব্যয়সাধ্য প্রক্রিয়ার কারনে, উন্নত দেশগুলোর মত নতুন প্রজন্মের অনেক চায়নিজ আজকাল সিঙ্গেল থাকতে আগ্রহী। 

References: 

https://www.reuters.com/world/china/china-2020-census-shows-slowest-population-growth-since-1-child-policy-2021-05-11/

https://www.bbc.com/news/world-asia-china-57303592

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles