গ্যালাক্সির বাংলা কি ছায়াপথ?
ছায়াপথ কী? ছায়াপথ এবং গ্যালাক্সির মধ্যে পার্থক্য কী? ছায়াপথের অজানা রহস্য নিয়ে আমাদের অনেকেরই প্রচুর আগ্রহ। ছায়াপথ এবং গ্যালাক্সির মধ্যে পার্থক্য কী? পৃথিবীসহ আরো আটটি গ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ। কয়েকটি গ্রহ ও সূর্য নিয়ে যেমন এই সৌরজগতের একটি নক্ষত্রব্যবস্থা, তেমনি এ রকম অসংখ্য নক্ষত্রব্যবস্থা নিয়ে গঠিত হয় ছায়াপথ বা গ্যালাক্সি।
দেখুন থিংকের ভিডিও গ্যালাক্সি এবং ছায়াপথের মধ্যে পার্থক্য কী?
এই ভিডিওটা আমার একটা পুরানো ধারনা ভেঙ্গে দিয়েছে। আমি জানতাম, গ্যালাক্সির বাংলা ছায়াপথ। এটা দেখে শিখলাম, "ছায়াপথ" শুধু একটা গ্যালাক্সির একটা অংশের নাম--আমাদের গ্যালাক্সির যে অংশটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ছায়াপথ। গ্যালাক্সি নিয়ে আরো কিছু তথ্য আর ভুল ধারণা সঠিক করে নিচের পয়েন্টগুলি লিখেছি, ডঃ দীপেন ভট্টাচার্য এই লেখারও কিছু ভুল শুধরে দিয়েছেন। ভিডিওটা দেখার আগে বা পরে পড়লে ভিডিওটা বুঝতে সুবিধা হবে বলে আমার ধারণা
- গ্যালাক্সির বাংলা প্রতিশব্দ বা পরিভাষা 'ছায়াপথ' নয়
- 'ছায়াপথ' হল আমাদের গ্যালাক্সির তল যেটিকে আকাশে একটি বিকীর্ণ মেঘলা পথ হিসেবে দেখা যায়। এটিকে আমাদের গ্যালাক্সির নিকটবর্তী একটা অংশ বলা যেতে পারে।
- মিল্কি ওয়েকে বাংলায় 'ছায়াপথ' বলা যাবে। অনেক সময় 'আকাশ গঙ্গা কথাটাও ব্যবহার করা হয়। অন্য গ্যালাক্সিকে ছায়াপথ বলা উচিত না।
- নীহারিকা বা নেবুলা হল মূলতঃ আন্তঃনাক্ষত্রিক হাইড্রোজেন, হিলিয়াম, অন্যান্য গ্যাস ও ধূলিকণার সমষ্টি।
- নীহারিকার অংশবিশেষ থেকে তারার জন্ম হচ্ছে, আবার তারার সুপারনোভা বিস্ফোরণে নীহারিকা তৈরি হচ্ছে
- নক্ষত্রমণ্ডল বা তারামণ্ডল (কন্সটেলেশন) হচ্ছে কয়েকটা তারা মিলিয়ে একটি গঠন যেগুলি আমাদের কাছে দেখলে সংযুক্ত বা জ্যামিতিক আকারে আছে বলে মনে হয়। আকাশকে ৮৮টি তারামণ্ডলে ভাগ করা হয়েছে।
- বিভিন্ন তারা, তাদের গ্রহ, আন্তঃনাক্ষত্রিক নিহারীকা, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ বস্তু বা ডার্ক ম্যাটার ইত্যাদি মিলিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়।
- আমাদের গ্যালাক্সির দুটা মূল বাহু আছে, পার্সিয়াস আর স্ক্যাটাম, আর দুটা গৌণ বাহু আছে, স্যাজিটারিয়াস আর নরমা।
- স্যাজিটারিয়াস আর পার্সিয়াসকে আরেকটা ছোট বাহু যোগ করেছে বলে ধারণা করা হয়, সেটার নাম অরায়ন বা কালপুরুষ। আমাদের সৌরজগত সেটার পাশে অবস্থিত।
- রাতের আকাশে, ছায়াপথের বিভিন্ন অংশ বিভিন্ন ঋতুতে দেখা যায়
- গ্রীষ্মকালে আমরা গ্যালাক্সির কেন্দ্রের দিকটা দেখতে পাই, অর্থাৎ স্যাজিটারিয়াস বাহু দেখতে পাই।
- আর শীতকালে অরায়ন (কালপুরুষ) দেখি, আর পার্সিয়াস বাহুর কিছু অংশ দেখতে পাই।