বিজিপি ডুবালো ফেইসবুক কে
ফেসবুক কেন ডাউন হয়ে গেলো এ নিয়ে দেখুন থিংকে ভিডিও ফেসবুক হঠাৎ বন্ধ হয়েছিলো কেন?
১। ইন্টারনেট অসংখ্য ছোট ছোট স্বাধীন নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। এই নেটওয়ার্কগুলিকে Autonomous System বলা হয়। যেমন গ্রামীণ ফোন আর রবি-র আলাদা আলাদা অটোনমাস সিস্টেম
২। এক অটোনমাস সিস্টেম থেকে অন্য অটোনমাস সিস্টেমে ডেটা পাঠানোর জন্য রাউটার নামে এক ধরনের নেটওয়ার্ক যন্ত্র লাগে।
৩। এক অটোনমাস সিস্টেম থেকে অন্য অটোনমাস সিস্টেমে যাওয়ার বিভিন্ন পথ থাকতে পারে, এবং সেগুলি দিয়ে ডেটা পাঠানোর খরচ ও সময় ভিন্ন হতে পারে।
৪। প্রতিটা রাউটার নিজের এই খরচ ও গতির তথ্য আশেপাশের রাউটারকে জানিয়ে দেয় যে পদ্ধতিতে, সেটাকে বর্ডার গেইটয়ে প্রটোকল বা বিজিপি বলা হয়।
৫। রাউটার কীভাবে কাজ করবে, সেই নির্দেশনা দেয়ার পদ্ধতিকে কনফিগার করা বলে
৬। দবির তার রাউটার কনফিগার করার সময় ভুল করলে সেই ভুল বিজিপি তথ্য সগীরের রাউটারে পৌছে যাবে (মনে করা যেতে পারে, দবির সগিরকে ভুল ফোন নাম্বার দিয়েছে)
৭। ফলে সগিরের রাউটার ভুলভাবে দবিরের রাউটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং সফল হবে না
৮। ফলে দবির ইন্টারনেট থেকে কাটা পড়ে যাবে।
৯। ফেইসবুকের তাই হয়েছে। ভুল কমান্ড দেয়ায় একটা বড় রাউটার ফেইসবুকের সব কম্পিউটার কেন্দ্রকে বিচ্ছিন করে দিয়েছে।
১০। ফেইসবুকের একটা সেবা সংরক্ষণ সিস্টেম আছে যেটা দিয়ে তারা নষ্ট কম্পিউটার বা কম্পিউটার কেন্দ্রকে সেবার তালিকা থেকে দূরে রাখে, এবং সেটা করা হয় বিজিপি দিয়েই। সিস্টেমটা যখন দেখেছে যে কম্পিউটার কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করতে পারছে না, সেটা সারা ইন্টারনেটকে জানিয়ে দিয়েছে, এই ঠিকানাগুলি আর নাই। সমস্যা হয়েছে, যেহেতু এই “নাই” তালিকায় ছিল সারা ফেইসবুকের সব কম্পিউটারের ঠিকানা। ফলে সারা ফেইসবুক মুছে গিয়েছিল ইন্টারনেট থেকে।