পুরুষের শরীরে নারী | হোচিমিন ইসলাম | Transgender Bangladesh
ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষেরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহায়তা পেলে কত দূর যেতে পারেন তার জলজ্যান্ত উদাহরণ হোচিমিন ইসলাম। হোচিমিন কি করে হয়ে উঠলেন অসংখ্য মানুষের অনুপ্রেরণা, আজ আমরা সেই গল্পটাই শুনব।
thinkschool বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।3>