Coronavirus | করোনা ভাইরাস

.

করোনা ভাইরাস: আপনিই পারেন সংক্রমণ থামাতে | How You Can Fight the Coronavirus | Think Bangla

mkwNcM8XVl8

কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। পুরো পৃথিবী এখন করোনাভাইরাসে ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। ভাইরাসের এই সংক্রমণ হেলাফেলা করার সুযোগ নেই একেবারেই। এই ভয়ংকর সংক্রমণ চক্র ভাঙবেন কী করে - এ নিয়েই আমাদের এই ভিডিও।

নিবন্ধ

thumb_soap-virus.png

সাবান কীভাবে করোনাভাইরাসকে ভাঙ্গতে পারে

সাবান। জন্ম থেকে পরিচিত, এবং ভাইরাসকে মারতে পারে এমন অল্প কিছু জিনিসের মধ্যে সবচাইতে সহজলভ্য। যখন আমরা সাবান পানি দিয়ে হাত ধুই, সাধারণ তেল-চর্বির মতই সাবানের মাইসেলের ভেতরে শুধু হাতে লেগে থাকা ব্যাকটেরিয়া বা ভাইরাস মাইসেলের ভেতরে ঢুকে যায়, ফলে সেগুলিকে ধুয়ে ফেলা সহজ হয়। শুধু তাই না, সাবানের জলাতঙ্কি লেজগুলি পালানোর সর্বোচ্চ চেষ্টা করে, এবং তারা ভাবে, একটা চর্বির দেয়াল দেখতে পাচ্ছি। ঐখানে গিয়ে লুকাই। কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার দেয়াল তো সাবানের লেজকে জায়গা দেয়ার কথা মনে করে বানানো হয় নাই। ফলে মোটা মানুষ বেশি খেলে যেভাবে শার্টের বোতাম ছিড়ে ভুড়ি বের হয়ে আসে, তেমনি সাবানের লেজগুলি জোর করে ঢুকে যাওয়ায় ভাইরাসের দেয়ালও ভেঙ্গে যায় এবং ভেতরের সব কিছু বের হয়ে আসে। সেগুলি তখনও সাবানের মাইসেলের ভেতরে আটক হয়ে আছে, এবং তখন পানি দিয়ে ধুয়ে তাদের দূর করে ফেলা যায়।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool এর ভিডিও জানাচ্ছে করোনাভাইরাস কীভাবে আমাদের শরীরের কোষগুলো হাইজ্যাক করে নিয়ে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে