তথ্য প্রযুক্তি | Information & Technology

.

হ্যাকিং কী? হ্যাকিং করে কীভাবে? অনলাইনে কীভাবে নিরাপদ থাকবেন?

l5JKCPIcEkE

হ্যাকিং এর কথা অহরহ শোনা যায় আজকাল। হ্যাকিং ব্যাপারটা আসলে কী? হ্যাকিং কারা করে এবং করেই বা কীভাবে? কীভাবেই বা নিরাপদে থাকবেন অনলাইনে? হ্যাক হয় না এমন কিছু নেই - ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে পৃথিবীব্যাপী বিভিন্ন ব্যাংক, গোয়েন্দা সংস্থা, সরকারী দফতর, তেলের পাইপলাইন কোম্পানীর কম্পিউটার পর্যন্ত পৃথিবীব্যাপী কী না হ্যাক করা হয়! বাংলাদেশ ব্যাঙ্কের বিশাল অঙ্কের টাকা হ্যাক হওয়ার ঘটনাও শুনেছিলাম আমরা কিছুদিন আগে। আজকে থিংকের এই ভিডিওতে, আমরা জেনে নেব এই প্রশ্নগুলোর উত্তর থিংকের বন্ধু, বহুজাতিক কোম্পানির প্রধান সাইবার-নিরাপত্তা কর্মকর্তা এবং ব্র্যান্ডাইস ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর জাভেদ ইকবালের কাছ থেকে।

নিবন্ধ

thumb_history-of-hacking.jpg

হ্যাকিং-এর ইতিহাস

জুন ১৯৮৩ সাল। সারা অ্যামেরিকা জুড়ে চলছে সুপারহিট সিনেমা, ওয়ার গেইমস। সিনেমার কাহিনী হচ্ছে, এক স্কুলছাত্র ভুলক্রমে অ্যামেরিকান এয়ারফোর্সের মূল নিয়ন্ত্রন কম্পিউটারে ঢুকে যায়, এবং তার মনে হয়, এটা নতুন কোন ভিডিও গেম। সে গেম খেলে যাচ্ছে, আর তার দেয়া আদেশে আকাশে উড়ছে যুদ্ধবিমান—ছুটে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের দিকে। প্রায় তৃতীয় বিশ্বযুধ লেগে যাওয়ার মত অবস্থা। প্রেসিডেন্ট রিগ্যান সিনেমাটা দেখে অ্যামেরিকান মিলিটারি চিফকে জিজ্ঞেস করেন, “এরকম কি হতে পারে? আসলেই কি কেউ আমাদের সবচাইতে গুরুত্বপূর্ন কম্পিউটারে ঢুকে যেতে পারে?” জেনারেল এক সপ্তাহ সময় চান, এবং তার পর এসে রিপোর্ট দেন যে বাস্তবতা সিনেমার চাইতেও ভয়াবহ। সেই বিশ্লেষণের ফলশ্রুতি হিসাবে ১৫ মাস পরে আসে “জাতীয় টেলিকমিউনিকেশন এবং স্বয়ংক্রিয় তথ্য ব্যাবস্থা নিরাপত্তা নীতি”। এত আগে থেকে প্রস্তুতি নিয়েও আমেরিকার সরকারি কম্পিউটার এখনও প্রচুর হ্যাক হচ্ছে।

thumb_phone_eavesdropping.jpg

ফোনে, হোয়াটস অ্যাপে/ভাইবারে আড়ি পাতে কারা ও কীভাবে?

হ্যাকিং শিখতে চান কী? হ্যাকিং শিখতে চাইলে কীভাবে শেখা যায় এই প্রশ্ন অনেকের। হ্যাকিং শিখতে চাইলে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা লাগবে। কম্পিউটার প্রোগ্রামিং বা অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডেটাবেস ইত্যাদি বিষয়ে কোনো ধারণা না থাকলে হ্যাকিং শেখা যাবে না। গার্ডিয়ান রিপোর্ট করেছে এবং প্রথম আলো ও অন্যান্য বাংলাদেশী খবরের কাগজ ও পোর্টাল সেটা পুনঃপ্রকাশ করেছে যে ইসরাইলি NSO কোম্পানির "পেগাসাস" স্পাইওয়্যার দিয়ে সৌদি আরব ও আরো কিছু দেশ বিশ্ব জুড়ে মোট প্রায় ৫০,০০০ ফোনে (ফোন, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ সব কিছুতে) আড়ি পাতার তথ্য তারা পেয়েছে। এই ধরণের স্পাইঅয়্যার ছাড়াও ফোনে আড়ি পাতা যাব। মূলত সেই ধরণের অন্য কয়েকটা পদ্ধতি নিয়ে এই লেখা।

thumb_atm-hack-video-1.jpg

এটিএম হ্যাকিং

২০১৯এ বাংলাদেশের কিছু পত্রিকায় এই ধরণের একটা খবর এসেছিল: "ডাচ্-বাংলা ব্যাংকের রাজধানীর বাড্ডার অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) বুথ থেকে টাকা তোলা হলেও এর কোনো রেকর্ড ব্যাংকের সার্ভারে নেই। এমনকি কোনো গ্রাহকের হিসাব থেকেও টাকা কমে যায়নি। এমনটি আর কখনো দেখা যায়নি। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাংকটির বাড্ডা বুথের দুটি এটিএম বুথ থেকে দুই বিদেশি নাগরিক বিভিন্ন কার্ড ব্যবহার করে একাধিকবার টাকা উত্তোলন করেন।" কীভাবে হ্যাকাররা এই সাইবারডাকাতি করছে?

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles