ভূ-তত্ত্ব | Geology

.

সুনামি কেন এতো ভয়ংকর হয়ে ওঠে? সুনামিতে বাংলাদেশ কতখানি ঝুঁকিতে?

kS_tNLyRZlY

সুনামি কী? সুনামি কেন এবং কীভাবে সৃষ্টি হয়? সুনামিতে বাংলাদেশ কতখানি ঝুঁকির মধ্যে আছে? অনেকে প্রবল জলোচ্ছ্বাস দেখেই ভাবেন এটাই বুঝি সুনামি। কিন্তু সুনামি আর জলোচ্ছ্বাস এক নয়। জলোচ্ছ্বাস সৃষ্টি হয় বায়ু প্রবাহের বা ঘূর্ণিঝড়ের কারণে, আর সেটার তরঙ্গ দৈর্ঘ্য বা দুটো ঢেউয়ের চূড়োর মধ্যে দূরত্ব থাকে কম, কিন্তু সুনামির ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্য হয় অনেক বেশি। সুনামি একটি জাপানি শব্দ, যার কাব্যিক পরিভাষা “বন্দরের উর্মিমালা বা ঢেউ।” সাগর কিংবা কোনও প্রকান্ড জলাধারে হঠাৎ কোনও দুর্যোগের ফলে যে ধারাবাহিক বিশালাকৃতির ঢেউ তৈরি হয় তাইই মূলত সুনামি। আসুন তাহলে আজকে থিংকের বন্ধু, Jacksonville State University র Professor এবং Emergency Management এর Department Head ড. তানভীর ইসলামের কাছ থেকে জেনে নিই সুনামির ভয়ঙ্কর শক্তি সম্পর্কে। আরও জেনে নিব সুনামি সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles