পরিবেশ ও প্রকৃতি | Environment

.

জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

6qiiu8GEDoY

জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের প্রভাবে? জোয়ার ভাটা (tides) কেন হয়? জোয়ারের ফলে সমুদ্রের জল যেখানে ফুলে ওঠে, তার সমকোণে অবস্থিত স্থানে সমুদ্রের জল নেমে যায় একে ভাটা বলে। চন্দ্র ও সূর্যের আকর্ষণ এর ফলে সমুদ্রের জল নিয়মিতভাবে এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায় প্রধানত চাঁদের আকর্ষণে সমুদ্র জলের ফুলে ওঠাকে জোয়ার বলে। জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা চাঁদের প্রভাবে ঘটে এটা সাধারনভাবে আমরা সবাই জানি। কিন্তু জোয়ার ভাটা ঠিক কিভাবে ঘটে তার বৈজ্ঞানিক ব্যাখাটা বেশ জটিল। চাঁদের আকর্ষণ ঠিক কিভাবে জোয়ার-ভাটাকে ঘটায়? কেন পৃথিবীর দুই দিকে একইসাথে জোয়ার বা ভাটা হয়? জোয়ার ভাটা কি মূলত সমুদ্রেই হয়? কেন? নদীতে না হ্রদে সেভাবে হয়না কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্য। আসুন আজকের থিংক ভিডিও থেকে আমরা নদীমাতৃক দেশের খুব পরিচিত এই জোয়ারভাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেই।

নিবন্ধ

thumb_maxresdefault.jpg

জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা চাঁদের প্রভাবে ঘটে এটা সাধারনভাবে আমরা সবাই জানি। কিন্তু জোয়ার ভাটা ঠিক কিভাবে ঘটে তার বৈজ্ঞানিক ব্যাখাটা বেশ জটিল। চাঁদের আকর্ষণ ঠিক কিভাবে জোয়ার-ভাটাকে ঘটায়? কেন পৃথিবীর দুই দিকে একইসাথে জোয়ার বা ভাটা হয়? জোয়ার ভাটা কি মূলত সমুদ্রেই হয়? কেন? নদীতে না হ্রদে সেভাবে হয়না কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্য। আসুন আজকের থিংক ভিডিও থেকে আমরা নদীমাতৃক দেশের খুব পরিচিত এই জোয়ারভাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেই।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles