ইতিহাস | History

.

কলম্বাস হিরো নাকি ভিলেন? কলম্বাসের লোভ এবং খুনের স্পৃহা | Columbus a mass murderer! | Think Bangla

8B7c2A0168Y

কলম্বাস কি সত্যিই একজন বড় আবিষ্কারক ছিলেন? কলম্বাস আসলে ছিলেন অত্যাচারী, খুনী, লোভী ব্যবসায়ী এবং ইতিহাসের একজন ভিলেন। আমেরিকা আবিষ্কারের সময় হাজার হাজার বছরের পুরনো সভ্যতা ধ্বংসের এবং আদিবাসীদের উপর নির্মম অত্যাচার, খুন, ধর্ষণের মাধ্যমে তাদের প্রায় নিমূর্ল করার জন্য দায়ী এই তথাকথিত বিখ্যাত অভিযাত্রী! চলুন তাহলে থিংকের এই ভিডিওতে জানা যাক কলম্বাস সম্পর্কে।

নিবন্ধ

thumb_columbus.png

কলম্বাস: নায়ক নয়, গণহত্যাকারী

কলম্বাস কে? কলম্বাসের আমেরিকা আবিষ্কার তাকে ভিলেন নাকি নায়ক বানিয়েছে? কলম্বাসের আগমন ও আদিবাসী ইন্ডিয়ানদের করুণ পরিণতি। ক্রিস্টোফার কলম্বাস, যাকে আমেরিকা মহাদেশের আবিষ্কারক নামে সবাই জানেন। তিনি ভারতীয় উপমহাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ভুলবশত আমেরিকার ভূখন্ড আবিষ্কার করে ফেলেন। আমেরিকায় ইউরোপিয়দের শাসন প্রতিষ্ঠায় ও আধুনিক সভ্যতার সূচনায় যার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকায় কলম্বাস ডেতে কলম্বাসের অ্যামেরিকা আবিষ্কার উদযাপন করা হয়। কিন্তু অ্যামেরিকায় তো তার আগে থেকেই মানুষ ছিল; কলম্বাস আবিষ্কার করল কিভাবে? এই অত্যাচারী বর্বরটাকে পৃথিবীর বেশিরভাগ ইতিহাস বইয়ে হিরো হিসাবে দেখানো হয়, কিন্তু আদতে ডাকাত এবং খুনীর চাইতে বেশি কিছু ছিল না কলম্বাস।

thumb_columbus-wanted-poster1.jpg

আসল কলম্বাস

ক্রিস্টোফার কলম্বাসকে আমরা চিনি একজন অভিযাত্রী ও আমেরিকা মহাদেশের আবিষ্কারক হিসেবে। প্রায় পাঁচশত বছর ধরে তিনি একজন মহান অভিযাত্রী হিসেবে পরিগণিত হয়েছেন, কিন্তু আসলেই কি তিনি আমেরিকা মহাদেশের আবিষ্কারক ও নতুন দিগন্ত উন্মোচনকারী? নতুন করে ভাবার সময় এসেছে এই ব্যাপারগুলো।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles