আমরা দশ মাস দশ দিন গর্ভধারণের কথা শুনি প্রায়ই অথচ এই হিসাবটা ভুল - আসলে সময় লাগে ২৮০ দিন বা নয় মাস দশ দিন। আর শুধু এটাই তো না, গর্ভধারণ থেকে শুরু করে অর্থাত ডিম্বানু এবং শুক্রাণুর নিষিক্ত হওয়া বা ফার্টিলাইজেশন থেকে শুরু করে মানব শিশুর জন্ম পর্যন্ত পুরো ব্যাপারটা নিয়েই আমাদের অনেকের তেমন সুষ্পষ্ট ধারণাই নেই। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এক্কেবারে প্রথমে মায়ের গর্ভে ভ্রূণ তৈরি থেকে শুরু করে তা কিভাবে একটি মানব শিশুতে পরিণত হয়!