অনেকে বলে টাকা নাকি সকল অনর্থের মূল। এই টাকা বা অর্থ দিয়ে সুখ আসলেই কেনা যাক বা না যাক, সেই প্রাচীন আমল থেকে সমাজে অর্থের প্রয়োজনীয়তা কিন্তু আজও ফুরায়নি। কিন্তু মানব সভ্যতায় কখন এই টাকার প্রচলন হলো? কেন? আর কোন যাদুতে এক টুকরো রঙিন কাগজ 'মূল্যবান' টাকা, ডলার, রুপি বা পাউন্ডে পরিণত হয়ে যায়? চলুন জেনে নেই টাকার যাদুর ইতিহাস থিংকের বন্ধু এবং একটি বহুজাতিক কোম্পানির প্রধান সাইবারনিরাপত্তা কর্মকর্তা ও ব্র্যান্ডাইস ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর জাভেদ ইকবালের কাছ থেকে।