বাংলা ভাষা এলো কোথা থেকে? বাংলা ভাষার জন্মইবা কীভাবে? নদীর মতো ভাষা চলমান, সজীব এবং ক্রমাগতভাবে বদলাতে থাকে ভিন্ন বাঁকে, বিভিন্নভাবে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ছোটো ছোটো পরিবর্তন জড়ো হয়ে নতুন উপভাষার জন্ম দেয়, অন্য ভাষার দীর্ঘ সংস্পর্শে একটি ভাষা উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। কখনো ভাষা আক্রমণের শিকার হয়, আবার সেই ভাষা নিজেই হয়ে যায় আক্রমণকারী। তাই ভাষার ইতিহাস জটিল। আমাদের বাংলা ভাষার ইতিহাসও সহজ নয়, অন্যান্য ভাষার পথ সেও ইতিহাসের বহু পথ আঁকাবাঁকা পথ বেয়ে আজকের রূপ লাভ করেছে। আজকে আমরা বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের জটিল দিকগুলো বোঝার চেষ্টা করবো ভাষাবিদ ড. আহমেদ শামীমের সাথে। তাঁর গবেষণার মূল বিষয়বস্তু ভারতবর্ষের অন্যতম আদিভাষা মুন্ডা থেকে আসা কডা ভাষা ব্যাকরণ এবং কডার উপর বাংলা ভাষার প্রভাব। প্রতিবছর পৃথিবী থেকে নয়টির মতো ভাষা হারিয়ে যাচ্ছে। বেশিরভাগই মরে যাচ্ছে অন্য কোনো ক্ষমতাশালী ভাষার ও ভাষাগোষ্ঠীর দাপটে। আশা করবো, আমাদের একুশের চেতনা যেন সেই ক্ষমতার সামনে প্রতিবাদী হয়ে দাঁড়াতে এবং বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে প্রেরণা যোগায়।