পরিবেশ ও প্রকৃতি | Environment
বজ্রপাত কেন হয়? বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন কীভাবে?
বজ্রপাত কেন হয়? বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন কীভাবে?
আপনি কি জানেন:
- বজ্রপাতের সময় বাসার বাথরুমে শাওয়ার নেয়া বা বেসিনে বাসন মাজা অনিরাপদ হতে পারে; কারন ছাদে পানির ধাতব পাইপে বজ্রপাত হয়ে সেটা পানি বেয়ে শরীরে আঘাত করতে পারে
- বাসার কনক্রিটের ফ্লোরে রড থাকতে পারে। এবং সেই রড যদি ছাদের খোলা রডের সাথে সংযুক্ত থাকে, তবে ছাদের রডে বজ্রাঘাত হলে সেটা ফ্লোরের রডে এত বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে যে সরাসরি রড না ছুঁয়েও শুধু ফ্লোরে বসে/শুয়ে থাকা মানুষ আহত হতে পারে।
বজ্রপাত নিয়ে দেখুন থিংকের ভিডিও বজ্রপাতে কেন মানুষ মারা যায়
তার সাথে যুক্ত হয়েছে কিছু গুজব ও কিছু মানুষের কুসংস্কার। কিছু মিথ্যুক "ব্রিটিশ সীমান্ত পিলারের ম্যাগনেট", "পকেটে মোবাইল ফোন" এগুলি নিয়ে গুজব ছড়িয়ে মানুষকে আরো বিভ্রান্ত করে দিচ্ছে। আবার বজ্রপাতে নিহতদের মৃতদেহ চুম্বক হয়ে যায়, এমন একটা গুজবো প্রচলিত আছে। এটাও গুজব ও মানুষকে ঠকানোর বুদ্ধি। ঠগরা মানুষের কুসংস্কারের সুযোগ নেয়।
বজ্রপাত আসলে আকাশের বিদ্যুৎ, যার পরিমাণ বাড়তে বাড়তে এক সময় মাটিতে আঘাত করতে পারে। তা থেকে নিরাপদ থাকার জন্য শুকনা, বজ্রপাত নিরোধী স্থানে থাকা লাগবে। গাছপালার নিচে নিরাপদ না। খোলা মাঠ নিরাপদ না। বিস্তারিতর জন্য থিংকের ভিডিও দেখুন।